Sunday, December 9, 2012

8 December 2012 Radio Japan Bengali সুর তরঙ্গ: কানজানি এইট

সুর তরঙ্গ: কানজানি এইট ।

এই মাসে, সাতজন পুরুষ নিয়ে গঠিত গ্রুপ কানজানি এইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে । জাপানী গণমাধ্যম এখন জনপ্রিয়তার তুঙ্গে থাকা গ্রুপটির কথা ফলাও করে ছাপছে । এই প্রতিবেদনে তাদের জনপ্রিয় কিছু গান শোনানো হয়েছে ।

ভাষা শিক্ষার অনুষ্ঠান সহজে জাপানী শেখা পুনঃপ্রচার ।

http://www3.nhk.or.jp/nhkworld/bengali/radio/asx/201212082245.asx


Saturday, December 8, 2012

7 December 2012 Radio Japan Bengali সুস্বাদু জাপানী রান্না - শিকল ভাঙ্গার যুদ্ধেঃ বিপ্লবী রাসবিহারী বসু ও জাপান

সুস্বাদু জাপানী রান্না – “ইমো-কিনৎসুবা এবং দাইগাকু-ইমো” ।

photophoto
(বামে) উপকরণ  (ডানে) ইমো-কিনৎসুবা এবং দাইগাকু-ইমো ।

এ পর্বে মিষ্টি আলু দিয়ে দুই ধরনের নাস্তা জাতীয় খাবারের পদ কিভাবে রান্না করতে হয় তা শেখানো হয়েছে । একটি পদ হচ্ছে ইমো-কিনৎসুবা এবং অন্যটি হচ্ছে দাইগাকু-ইমো । এই সাধারণ পদ দু’টিতে মিষ্টি আলুর মিষ্টি স্বাদকে ব্যবহার করা হয় এবং এর জন্য হাতের কাছে পাওয়া উপকরণই যথেষ্ট, যেমন ময়দা । আপনিও চেষ্টা করে দেখুন না ।

শিকল ভাঙ্গার যুদ্ধেঃ বিপ্লবী রাসবিহারী বসু ও জাপান ।
পরাধীনতার শৃংখল ভেঙ্গে স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু । একসময়ে জাপানে আশ্রয় নেন তিনি । এই বিপ্লবীর কর্মকাণ্ড তুলে ধরতে তাকেশি নাকাজিমা জাপানী ভাষায় লিখেছেন বই, নাকামুরাইয়া নো বোস বা নাকামুরাইয়ার বসু বাবু । বইটি অনুবাদ করেছেন বাংলা বিভাগের প্রধান কাজুহিরো ওয়াতানাবে ।



http://www3.nhk.or.jp/nhkworld/bengali/radio/asx/201212072245.asx